দীর্ঘ ১০-১২ বছরের স্কুল লাইফ শেষ করার পরই আসে কলেজ লাইফ । সম্পূর্ণ নতুন একটা অধ্যায় । তাই মনে প্রশ্ন আসা বা জাগাটাই স্বাভাবিক । আসো তোমাদের মনে আসা কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক ।
(ঢাকা কলেজ নিয়ে)
প্রশ্ন ১ - আমাদের নবীনবরণ কবে?
ঊত্তর - যেদিন কলেজ খুলবে ঐদিনই ।
প্রশ্ন ২ - কলেজ ড্রেস কি কলেজ থেকেই দিবে?
উত্তর - না, ড্রেস কোড অনুযায়ী বানিয়ে নিতে হবে ।
প্রশ্ন ৩ - বই কোথা থেকে নিবো?
উত্তর - যেইটা তোমার ভালো লাগে ঐ লেখকেরটা নিবে । তবে এক্ষেত্রে তুমি শিক্ষকদের সাথে কথা বলে দেখতে পারো ।
প্রশ্ন ৪ - ভর্তির সময় কতো টাকা লাগে?
উত্তর - ১ম বর্ষে ৪৫০০-৫০০০ হাজার টাকা । ২য় বর্ষেও ৪৫০০-৫০০০ হাজার টাকার মতন লাগতে পারে ।
প্রশ্ন ৫ - কলেজ বাস কয়টা?
উত্তর - ৮ টা । তবে এখন ৭ টা চলাচল করে । বিভিন্ন রুটের জন্য বিভিন্ন বাস ।
প্রশ্ন ৬ - কলেজ বাস ভাড়া কতো?
উত্তর - ঐটা ভর্তির সময়ই একসাথে নিয়ে নেয় । আলাদা কোনো ভাড়া নেই ।
প্রশ্ন ৭ - রাজনীতি হয় কলেজে?
উত্তর - ঐটা তোমার উপর depend করবে । তুমি করতে চাইলে করতে পারো । তবে কেউ জোর করবে না ।
প্রশ্ন ৮ - মারামারি হয়?
উত্তর - হয় । তবে safety বজায় রেখে চললেই হবে ।
প্রশ্ন ৯ - শিক্ষকরা কেমন পড়ায়?
উত্তর - ক্লাসে মনোযোগ না দিলে সব মাথার উপর দিয়ে যাবে । তবে বলবো Average পড়ায়, কিছু শিক্ষক বাদে ।
প্রশ্ন ১০ - চুল কি ছোট রাখতেই হবে ?
উত্তর - হ্যাঁ, রাখতেই হবে ।
প্রশ্ন ১১ - চুল কতো ছোট রাখতে হবে?
উত্তর - টাক মাথা বললেই চলে ।
প্রশ্ন ১২ - নিপক, মাপক, তাপক উনারা কারা?
ঊত্তর - উনারাও শিক্ষক, তবে উনারা একটা কমিটি । একেক কমিটির একেক কাজ ।
প্রশ্ন ১৩ - ভর্তির সময় কি কি কাগজ লাগবে?
উত্তর - ঐটা কলেজের ওয়েবসাইটে বলে দেওয়া হয় ।
প্রশ্ন ১৪ - DC লাইফ কেমন কাটে?
উত্তর - প্যারার মধ্য দিয়ে বেশ ভালো ।
প্রশ্ন ১৫ - হল পাবো কিভাবে?
উত্তর - ১ম বর্ষের ৩-৪ মাস পরেই হলের জন্যে apply করতে পারবে । তখন শুধু তোমাকে যা জিজ্ঞেস করা হবে তাই বলবে ।
প্রশ্ন ১৬ - হলের খরচ কত?
উত্তর - দুই বছরে ১৫ হাজার টাকা লাগবে থাকতে । খাবার খরচ তোমার উপর ।
প্রশ্ন ১৭ - কলেজের আসেপাশে থাকার ব্যবস্থা আছে?
উত্তর - হ্যাঁ, আছে । খরচ মাসে ৪-৭ হাজার টাকা পড়বে ।
প্রশ্ন ১৮ - পরীক্ষা কয়টা হয় total?
উত্তর - ১ম বর্ষে ৫ টা, ২য় বর্ষে ৫ টা ।
1st year : CT1, CT2, Half yearly, CT3, Yearly
2nd year : CT1, CT2, Half yearly, CT3, Test
প্রশ্ন ১৯ - Admission এ chance কেমন পায় DC থেকে?
উত্তর - Average, ভালো মতো smartly পড়ালেখা করলে তুমিও পাবে ।
0 মন্তব্যসমূহ
If you have any doubts comment below