স্টুডেন্ট লাইফে ইনকাম? কে ই বা না চায়, তাই না?
আসুন আজ কিছু way বলি স্টুডেন্ট লাইফে ইনকাম করারঃ
অফলাইন
---------------
১। টিউশনি করানোঃ আসলে যে যাই বলুন না কেনো, টিউশনি করাতে যদি পারেন তাহলে ভালো একটা ইনকাম করতে পারবেন।
২। ব্যবসাঃ যদি সামর্থ্য থাকে তাহলে একটা ছোটো পর্যায়ে একটা ব্যবসা দিন। হতে পারে সেটা কোনো ফাস্ট ফুডের দোকান, ভেন কিনে ভাড়া দিতে পারেন।
৩। ডেলিভারি ম্যানের কাজঃ ফুড পাণ্ডা, Aroggo এইগুলোতে ডেলিভারি ম্যানের কাজ করতে পারেন।
অনলাইন
--------------
১। কোর্স করাঃ কোনো একটা বিষয়ের উপর skill develop করা। হতে পারে সেটা digital marketing, web development, app development, hidden tricks etc. অনেক সুনামধন্য প্রতিষ্ঠান আছে, এইসব কোর্স করিয়ে থাকে। তাদের থেকে করতে পারেন। আবার আপনি চাইলে আমাদের টিমের সাথেও কাজ করতে পারেন। এক্ষেত্রে কোর্স ফি ও কম। করতে চাইলে যোগাযোগ করতে পারেন Whatsapp নাম্বারে (01835166027)।
২। ফেসবুকে পেজ খুলাঃ আপনি চাইলে ফেসবুকে একটা পেজ খুলতে পারেন। হতে পারে সেটা কোনো কিছু বিক্রি নিয়ে, যেমন শাড়ি, টি-শার্ট, খাবারের কোনো আইটেম। আরো বিভিন্ন বিষয় আছে, যেইগুলোর উপর আপনি পেজ খুলতে পারেন।
৩। অ্যাফিলিয়েট করেঃ মানে কারো কোনো প্রোডাক্ট সেল দিয়ে। আপনি চাইলে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে পারেন। ভালোই ইনকাম হবে।
৪। টেলিগ্রাম থেকেঃ আপনি চাইলে বর্তমানে টেলিগ্রাম থেকেও ইনকাম করতে পারেন। তাও আবার গেম খেলে, সেই না? ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সার্চ দিন পেয়ে যাবেন। আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলেও চাইলে আপনি জয়েন হতে নিতে পারেন। ঐখানে এইসব প্রোজেক্ট শেয়ার করা হয়। এবং এইসব কাজ একটা ১০-১২ বছরের পিচ্চিও চাইলে করতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল - https://t.me/mentorbhaiofficial
৫। কনটেন্ট বানানঃ আপনি চাইলে ভিডিও বানাতে পারেন, ভ্লগ বানাতে পারেন ফেসবুকে, ইউটিউবে এবং সব ধরণের সোশ্যাল মিডিয়ায়। তবে অনেক সময়ের ব্যাপার। ধৈর্য্য না থাকলে ভুলেও যাবেন না এই লাইনে। তবে করতে পারলে একটা সময় পর ভালো বেনিফিট পাবেন সাথে ইনকামও।
আসলে ইনকামের way আরো অনেক আছে, তবে সেটা প্রাথমিক অবস্থায় আপনাদের জন্যে কঠিন হয়ে যাবে। ঐগুলো অন্য কোনোদিন বলবোনি। আর আপনার যদি কোনো way জানা থাকে স্টুডেন্ট লাইফে ইনকাম করার, তাইলে কমেন্টে জানান। তাইলে সবাই উপকৃত হবে।
0 মন্তব্যসমূহ
If you have any doubts comment below